TadantaChitra.Com | logo

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে সেই ডেইজি

প্রকাশিত : মার্চ ২৭, ২০২০, ০৬:৫৯

করোনা প্রতিরোধে সেই ডেইজি

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়ার সারোয়ার ডিইজি। বিগত সময়ে ডেঙ্গু-চিকুনগুনিয়া ও নির্বাচনি প্রচারণাকালে ব্যতিক্রমী কার্যক্রমের কারণে আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকের মাধ্যমে তাকে সচেতনতামূলক বক্তব্য দিতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে তিনি এ কাজ করছেন।

ডেইজি বলেন, নির্বাচনে হারলেও আমি জনগণের পাশে রয়েছি। জনগণ আমাকে ভোট দেয়ার সুযোগ পায়নি। আমি মনে করি জাতির এই দুর্দিনে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, সংরক্ষিত আসন ছেড়ে গত সিটি নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত শফিকুল ইসলাম সেন্টুর কাছে পরাজিত হন তিনি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।