TadantaChitra.Com | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনা-নৌবাহিনীর ত্রাণ বিতরণের সংবাদ অসত্য ও বানোয়াট

প্রকাশিত : এপ্রিল ০৩, ২০২০, ১৬:২২

সেনা-নৌবাহিনীর ত্রাণ বিতরণের সংবাদ অসত্য ও বানোয়াট

অনলাইন ডেস্কঃ ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই সংবাদটি অসত্য ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘এখন থেকে সরকারের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এই রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহসানুল করিম।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।