TadantaChitra.Com | logo

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দু’বারের ইউপি চেয়ারম্যানের শেষ সম্বল টিনের ঘর

প্রকাশিত : এপ্রিল ০৪, ২০২০, ১৫:৫২

দু’বারের ইউপি চেয়ারম্যানের শেষ সম্বল টিনের ঘর

জিসান আহমেদ নান্নুঃ আজ সকাল বেলা একটি বিশেষ কাজে ১নং সাচার ইউনিয়নের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ওসমান গনি মোল্লার মোবাইলে ফোন দিলাম। যথারীথি ফোনটা রিসিভ হলো এবং ও প্রান্ত থেকে কে যেন হাই মাউ করে কেঁদে বললো, ভাই চেয়ারম্যান সাহেব নেই,তিনি মারা গেছেন। এ কথা শোনার পর, প্রথমে আমি তাকে ধমক দিলাম, কি ব্যাপার পাগল হয়েছেন নাকি! একথা বলার পর ওই লোক ফোনটা কেটে দিলেন। তার পর আমি আরো পরিচিত দু’জনের কাছে ফোন দিলাম, তারা একই কথা জানালেন। তখন আমি নিজ ঘরে একা একা বসে কাপতে লাগলাম। ভাবলাম, আর যেন কোনো ভাবেই তাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না।

বৃহস্পতিবার শুয়ারোল গ্রামে একটি শালিশে দেখা ও শুক্রবারও চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে। বললেন সাচার বাজারে আইন শৃংখলা বাহিনী করোনায় বাজার মুখী মানুষকে ধাওয়া করছেন। এর আগে গত নভেম্বর মাসে তাঁর বাড়ীতে গিয়ে ছিলাম, ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলের একটি সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে। আগের দিন মোবাইলে কথা বলে, পরদিন সকাল বেলা গিয়ে দেখলাম তিনি ঘরে নেই। তাঁর একমাত্র ভাই আরমান মোল্লা পাশের ঘর থেকে বললেন, ভাই ঘরে নেই, তিনি ভোরে উঠে মানুষের সেবা করতে চলে গেছেন।

একটু ঘরে প্রবেশের চেষ্টা করলাম। আবার পেছনের দিকে চলে এলাম। জিজ্ঞাসা করলোম, এটা কার ঘর। মনে করেছি, গরীব কোন ব্যক্তির ঘর। ঘরের বেড়া নেই, ঘরে ঘাট নেই। নেই বসার কিছু। ভাবলাম এমন ঘর একজন চেয়ারম্যানের হয় নাকি। এখনতো একবার কেউ মেম্বার হলেই অনেকে বাড়ীতে দু-তিন তালা বিল্ডিং উঠে যায়। পেছন থেকে একজন বয়স্ক লোক এসে বললেন, এটাই আমাদের চেয়ারম্যান সাহেবের ঘর। তিনি নিজের জন্য, তার পরিবারের সদস্যদের জন্য কিছু করেন না। চেয়ারম্যানী করে সব কিছু ইউনিয়নের মানুষের জন্য বিলি করে দেন। তিনি কারো কাজ থেকে কোন দিন একটি টাকা নিয়েছে এমন প্রমান নেই। তার কোন ব্যাংকে অ্যাকাইন্ট নেই। দেন দরবারে কোন দিন একটি পয়সাও নেননা।

তখন বুঝলাম একজন ওসমান গনি মোল্লা চেয়ারম্যান এলাকাবাসীর কাছে কতোটা জনপ্রিয় ও সৎ মানুষ। তিনি আসলেই একজন সৎ ও সাদা মনের মানুষ ছিলেন। আমার দেখা একজন ভালো মনের মানুষ। দেখা হলে সব সময় হাসি মুখে কথা বলতেন। এলাকায় দল-মত সকল মানুষের সাথে তাঁর আত্মরিক সর্ম্পক ছিলো। যার প্রমান মহামারী করোনা পেছণে ফেলে এলাকাবাসী তাঁর জানাযায় ঢল নামে। ওসমান গনি মোল্লার পৃথক ৩টি জানাযায় হাজারো মুসল্লি হয়। উপস্থিত সকলেই চোখের জলে তাকে বিদায় দেন।

তিনি আজ আমাদের মাঝে নেই, তা আমার ভাবতে অবাক হই। আসলেই আমরা কেউ এই দুনিয়াতে থাকনো না, আগে পরে চলে যাবো। কিন্তু এভাবে সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যাবেন, ইউপি চেয়ারম্যান প্রিয় ওসমান গনি মোল্লা ভাই তা ভাবিনি কখনো। পর পারে ভালো থাকবেন, এ দোয়াই করি। ভালো থাকেন ওসমান গনি মোল্লা ভাই….।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।