১৯ কেজি গাঁজা সহ সীমান্তের মাদক ব্যবসায়ি ফুল মিয়া আটক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট: ১৯ কেজি গাজা সহ চুনারুঘাট সীমান্তের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুল মিয়া (৪০)কে আটক করেছে পুলিশ। সে ইকরতলী গ্রামের উড়ার ঠিলার আনু মিয়ার পুত্র। ৪ এপ্রিল রাত সাড়ে নয়টায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইতরতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গাজাসহ আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ও ওসি তদন্ত চম্পক দাম খবর পান সীমান্তের কুখ্যাত এই মাদক কারবারী গাজা পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

পরে এসআই শেখ আলী আজহার,শহিদুল ইসলাম,সম্রাট ও এএসআই বাতেন কে নিয়ে তার আস্তানায় হানা দেন। এসময় পুলিশ কে দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। তার কাছ থেকে ১৯ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।যার বাজার দর লাখ টাকা হবে।

উল্লেখ্য বিশ্ববাসী যখন করোনা আতংকে ঘরবন্দি ঠিক সেই সময়ে মাদক ব্যবসায়িরা মাথাছাড়া দিয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন...