TadantaChitra.Com | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

প্রকাশিত : এপ্রিল ০৬, ২০২০, ০৯:১৪

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

আব্দুল জাহির মিয়া : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর টহলদল।

রোববার দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনসচেতনতা সৃষ্টি করতে ক্যাপ্টেন মোঃ আশিক আহমেদের নেতৃত্বে প্রচারণা চালানো হয়।

দুপুর থেকে পৌর শহরের মাছ বাজার, উত্তর বাজার ও মধ্য বাজারের গুরুত্বপূর্ণ জায়গা, উপজেলার সাটিয়াজুঁড়ি, সুন্দরপুর, বটতলা সহ বিভিন্ন এলাকায় এ প্রচারাভিযান চালানো হয়।

এসময় করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়, জীবাণুনাশক স্প্রে ও বিভিন্ন দোকানের সামনে সঠিক দুরত্বে দাঁড়ানোর জন্য সার্কেল এঁকে দেন। ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করেন তারা।

পরে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি আদেশ না মানার দায়ে ৫টি দোকানকে ৩হাজার ৫শত টাকা জরিমানা করেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।