TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষের জীবন বাঁচাতেই করোনার কীট আমদানি করেছেন গাজীপুরের মেয়র

প্রকাশিত : এপ্রিল ০৭, ২০২০, ১৮:০৮

মানুষের জীবন বাঁচাতেই করোনার কীট আমদানি করেছেন গাজীপুরের মেয়র

সিনিয়র প্রতিবেদক‍ঃ করোনা ভাইরাস মোকাবিলায় সারা পৃথিবীই হিমশিম খাচ্ছে। এ অবস্থায় করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য ব্যাক্তিগত উদ্যোগে র্যাপিড কীট আমদানি করেছেন কেউ কেউ। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমও একজন। সরকারের কাছ থেকে অনুমতি ছাড়াই তিনি জনগণের উপকারের কথা ভেবে ব্যাক্তিগত উদ্যোগে এসব কীট আমদানি করেছেন। এমনকি তার মতো আরো কয়েকজন সারাদেশে এসব কীট আমদানি করে সেগুলো রোগ নির্ণয়ের জন্য বিতরণও করছেন।

কিন্তু মেয়র জাহাঙ্গীর আলমের এই কীট আমদানিকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টিকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করছে। তবে দেশের এই সংকটকালীন সময়ে অনুমোদনের জন্য বসে না থেকে মানুষের কল্যাণে আমদানি করা কীটগুলো বিতরণের দাবি করেছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম টেলিফোনে বলেন, চীনে এই কীট ব্যবহার করেই করোনা ভাইরাস মোকাবিলায় সফল হয়েছে। তাই দেশের এই সংকটকালীন সময়ে আমি নিজের টাকায় এসব কীট আমদানি করেছি। এখানে সিটি করপোরেশনের এক পয়সাও খরচ হয়নি। অনুমোদন ছাড়া আমদানির বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আইন আগে না, মানুষের জীবন আগে? আমি মানুষের জীবন বাঁচাতেই এই কাজ করেছি। মানুষ যখন মৃত্যুর ঝুঁকিতে, তখন কোনো আইন চলে না। মানবতার কল্যাণের জন্যই আমি করোনা ভাইরাসের র্যাপিড কীট আমদানি করেছি। মানুষের জীবন বাঁচাতে গিয়ে আমি কোনো অপরাধ করিনি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।