গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সেই এসআই ক্লোজ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

গাজীপুর প্রতিনিধিঃ সোমবার (১৩ই এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়াটার্র আরিফুল হকের আদেশে তাকে ক্লোজ করা হয়। আদেশে বলা হয়েছে, কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে জিএমপি’র হেডকোয়ার্টার লাইনে সংযুক্ত করা হলো।

পুলিশের একটি সূত্রে জানায়, এসআই সাইফুল বিনা কারণে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে জোরপূর্বক টহল পুলিশের গাড়িতে তুলেন। পরে তাকে মাদকের অপবাদ দিয়ে এক লাখ টাকা দাবি করেন। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও একটি ব্যাংক চেক দফারফা করে ছেড়ে দেন।

পরে বিষয়টি নিয়ে একাধিক অনলাইনে প্রকাশ হলে সোমবার তাকে ক্লোজ করে হেডকোয়ার্টার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তবে জিএমপি’র পুলিশের ডিসি হেডকোয়ার্টার আরিফুল হক বলছেন, একটি অনিয়মের কারণে তাকে ক্লোজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন...