TadantaChitra.Com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় মাদকবিরোধী অভিযানে মাকদ বিক্রেতা, ক্রেতার সাথে পুলিশের সখ্যতা!!

প্রকাশিত : জুন ০৫, ২০১৮, ১৮:০৩

ভোলায় মাদকবিরোধী অভিযানে মাকদ বিক্রেতা, ক্রেতার সাথে পুলিশের সখ্যতা!!

বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিন আইচা থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী এবং মাদকসেবী ও বিক্রেতা বাদশার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। কার ক্ষমতায় বাদশা মাদক বিক্রতা ও সেবন করছে? কার ক্ষমতা দেখাচ্ছে? চলমান সরকারের মাদক গ্রেফতার অভিযানে যখন মাদকের ডন বলে পরিচিত “বাদশা মিয়া” গ্রেফতার না হওয়ায় এখন জনমনে প্রশ্ন সকলের কাছে। স্থানীয় সূত্র জানায় যায়, দক্ষিন আইচা থানার চর কুকরী মুকরি ইউনিয়নের স্থানীয় মৃত লতিফ সর্দারের ছেলে বাদশা।এলাকায় সে মাদক বিক্রেতা এবং মাদকসেবী হিসেবেই পরিচিতি। সে আগে বিএনপি করলেও বর্তমানে নিজেকে আওয়ামীলীগ নেতা বলে পরিচয় দিচ্ছে কিন্তু সে দলীয় কোন পদ পজিশনে নাই।সে এই ক্ষমতার উৎস ও শক্তি কোথায় থেকে পেলো। মাদকসম্রাটদের নাম,প্রকাশ ,চরমানিকা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হাওলাদার, চরমানিকা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মির সহ,চরমানিকা ৮নং ওয়ার্ডের রেজাউল, চরমানিকা ৫নং ওয়ার্ডের ইসমাইল, চরফ্যাসনের নুরু/গুজা নুরু, চরমানিকা ৫নং ওয়ার্ডের ছিডু। এদের সবাইর বিরুদ্ধে ২/৩ করে মাদক মামলা রয়েছে। কিন্তু সরকারী চলমান মাদকবিরোধী অভিযানে প্রশাসনের কাদে হাত দিয়ে মাদক বিক্রতারা চলে ও থানায় গিয়ে তদবির করে । এদের গ্রেফতারে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় দক্ষিন আইচা থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন কিছু দিন আগে একটি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে যায় এবং সেই মামলার তদবির করেছে ক্ষমতাসীন মাদকের ডন বাদশা তার হয়ে। সে নিয়মিত থানায় আসা যাওয়া করছে এবং প্রশাসনের সাথে সক্ষতা রয়েছে ও জানা যায়। এছাড়াও আরেকজনের রেকর্ডকৃত সম্পত্তিতে জোড়পুর্বক বাড়ি তুলে অনেকদিন যাবত বসবাস করে মাদকের আস্তানা বানায়। কিন্তু তার অজানা ক্ষমতায় তার বিরুদ্ধে কথা বলতে রাজি নয় অনেকে। এ বিষয়ে অভিযুক্ত বাদশার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।