TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে হবে–এমপি শাওন

প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২০, ০৯:২৫

সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে হবে–এমপি শাওন

আব্দুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে শারিরীক দূরত্ব বজায় রেখে সকলকে বাজার করতে হবে। সারা বিশ্ব আজ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে সকলকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার সকালে লালমোহন উত্তর বাজারে খোলা মাঠে কাঁচা বাজারের উদ্বোধনকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। তিনি বলেন, করোনা ভাইরাসে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছেন। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও জনসচেতনতায় সহযোগিতার হাত বাঁড়িয়ে দিতে হবে। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন নিজেও শারিরীক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজার কিনেন। একই সাথে মাছ বাজারও পরিদর্শন করেন তিনি।

এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীন, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমূখ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।