TadantaChitra.Com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার গ্রাস

প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২০, ১৫:৩৯

করোনার গ্রাস

“আহসান হাবীব”
এই পৃথিবীতে তুমি এসেছিলে তবে,
নও তুমি চিরস্থায়ী জানি আমরা সবে।
অগোচরে অনায়াসে ঢুকছো সবার বুকে,
লক্ষ জীবন আজ পাঠিয়েছ পরলোকে।

চুপি চুপি আসো তুমি প্রকাশ্যে নয়,
কাউকে করো পরাজিত,কাউকে কর ভয়।
দোহাই তোমার চলে যাও পৃথিবী ছেড়ে,
মূল্যবান জীবন গূলো আর নিও না কেড়ে।

বিশ্ব জুরে হাহাকার সকলেই আজ বন্দি,
হেরে গেছে পৃথিবী করতে তোমার সন্ধি।
নেই আহার নেই স্বস্তি নেই আশা বাঁচিবার,
বিচ্ছিন্ন পৃথিবী আজ এ কেমন অবিচার।

বিশ্ব পরাশক্তি হেরে গেছে তোমার তরে
অস্রো ছাড়াই মারছো বিশ্বের ঘরে ঘরে।
একাকার হয়েছে সব স্বপনো বাঁচিবার,
আর্তনাদ আকুতি করছে প্রতিটি পরিবার।

নিষ্ঠুর করোনা তোমার উত্পত্তি উহানে
কেন তোমার হয়নি স্থায়ীত্তো সেখানে।
নেই হাতিয়ার নেই তলোয়ার অদৃশ্য তুমি,
জয়ী হয়েছ মরনাশ্র ছাড়া পরাজিত আমি ।

তবুও ছাড়িনি হাল জয়ী হতে জীবন যুদ্ধে
করেছো নিস্সো হারাচ্ছে লক্ষ প্রান ইতিমধ্যে।
আছে মোদের একজন সে যে উপর ওয়ালা
হাসি একদিন পাব ফিরে যতই কর ছলাকলা।

ফিরে আসবে পরিবেশ যেমনি আগের মতো
পাব না ফিরে তাদের চলে যাওয়া শত শত ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।