আইনমন্ত্রীর মায়ের ইন্তেকালে সাবেক এমপি আউয়ালের শোক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

পিরোজপুর প্রতিনিধিঃ শনিবার, ১৮ এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর মাতা এবং প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হক এর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।

এক শোক বার্তায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের এই সভাপতি বলেন, “মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হক-এর সহধর্মিণী জাহানারা হক ছিলেন একজন মহীয়সী নারী। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

সাবেক এই সংসদ সদস্য শোক বার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন...