গাজীপুর ২৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

আমির হোসেনঃ গাজীপুর কোনাবাড়ী দক্ষিণ হরিণাচালা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর সদস্যরা।শনিবার রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালানো হয়।

এসময় গ্রেপ্তার করা হয় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দক্ষিণ বেজোড়া গ্রামের সৈকত মিয়ার ছেলে রানা মিয়া (২৬) এবং মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল থানার লামুয়া গ্রামের বাহার মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫)।

গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানাধীন দক্ষিণ হরিনাচালা এলাকায় যমুনা গ্রুপের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা মাদক কাজে ব্যবহৃত ১ টি পিকআপ ভ্যান নগদ ৪ শত টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, তারা উভয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন...