TadantaChitra.Com | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আহসান হাবিবের কবিতা “নিরুপায়”

প্রকাশিত : মে ০৮, ২০২০, ১০:৪৪

আহসান হাবিবের কবিতা “নিরুপায়”

বুঝেছি আমি শুনেছি কানে,
খুললে মুখ মরছি প্রানে।
দেখেছো যদি চিনছো তাকে,
খেলার সাথী পড়ার ফাঁকে
নাম বলো না রেহাই নেই
গায়ের জোড়ে বাদশা সেই।
চোর ডাকাত বলো যাঁকে
ক্ষমতা রুখতে লাগবে তাকে।
চোখকে বলো দেখছি না কিছু,
পা কে বলো হেটে চলো পিছু,
নাক কে বলো নিও না গন্ধ,
চোখ থাকতেও তুমি অন্ধ।
কান থাকতে কার্য হারাবে তার
না শোনার ভান কর বারে বার।
অপরাধের বিচার চেও না কভু,
মিথ্যা মামলায় জড়ালেও তবু।
প্রতিবাদ করলে ছাড়বে দেশ,
ফিরবে না কভু আপন স্বদেশ।
তিনি বাদশা যিনি আমির
তারা তোমায করবে ফকির।
যদি থাকতে চাও সুখে?
দুঃখ গূলো ধারন করো বুকে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।