TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি মৃত্যু বলছি

প্রকাশিত : মে ০৯, ২০২০, ১২:০২

আমি মৃত্যু বলছি

“সুমি ইসলাম”

তোমার পরিচয় শুধুই মাটি
তুমি আসলে শুধুই তুমি
কয়েকটা হাড়ের উপরে চামড়ার আবৃত একটা পুতুল মাত্র,
প্রকৃতির নিয়মে তোমার মৃত্যু হবে,
প্রত্যেকটা কর্মফলের শাস্তি ভোগ করতে হবে তোমাকে
শাস্তি থেকে রেহাই পাবে না কখনও।

তোমার নামের সঙ্গে জড়িয়ে থাকা
সব কিছু এক সময় হলুদ ধূলোর মতন উড়ে বেড়াবে আকাশময়,
তোমার রেখে যাওয়া বিষয় সম্পত্তি, উঁচু দালান কোঠা,দামী আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র,ঠিকানা,
বৈভব, অহংকার,সব পরে রইবে।

তুমি যেখানেই থাকো না কেনো
পলক ফেলার আগেই
আমি সেখানেই পৌঁছে যাই
তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেনো
গুহা বা উঁচু দেয়ালের ভেতরে
আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না কভু
আমি পলকেই পৌঁছে যায় তোমার কাছে।
তুমি ধনী নাকি পথের ভিখারি
তাতে আমার কোন পক্ষপাত নেই
আমার সামনে তোমরা সকলে সমান
সকলের কাছেই পৌছে যাবো সময়ের ব্যবধানে,
তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনা কখনও
হে মানুষ আমি তোমার মৃত্যু বলছি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।