TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গু নিধন কর্মসূচি উদ্বোধন করেন গাসিক মেয়র

প্রকাশিত : মে ০৯, ২০২০, ১৫:১২

ডেঙ্গু নিধন কর্মসূচি উদ্বোধন করেন গাসিক মেয়র

আমির হোসেনঃ গাজীপুরে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূল এবং করোনা ভাইরাস মোকাবেলায় মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, সিটি কর্পোরেশনে ডেঙ্গু এবং করোনা ভাইরাসের প্রকোপ প্রতিরোধে আগাম ব্যবস্থা নয়া হয়েছে।

এ জন্য সিঙ্গাপুর ও পোল্যান্ড থেকে আমদানী করা ওষুধ ১৫০টি ফগার মশিনের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ছিটানো হবে। তিনি নগরবাসীকে পরিছন্ন থাকার আহবান জানিয়েছেন, নাগরিকদের জানমাল রক্ষায় সিটি করপারেশনের সহযোগিতা অব্যাহত রাখার ঘাষণা দেন।

টঙ্গী বাজার এলাকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়দেবপুর পর্যন্ত ফগার মশিনের মাধ্যমে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মশক নিধন ওষুধ ছিটানোর সময় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।