TadantaChitra.Com | logo

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চুনারুঘাট পুর্বাঞ্চলের ত্রাস বেপরোয়া আকসির বাহিনী

প্রকাশিত : মে ১২, ২০২০, ১০:৩৮

চুনারুঘাট পুর্বাঞ্চলের ত্রাস বেপরোয়া আকসির বাহিনী

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট পুর্বাঞ্চলের ত্রাস আকসির বাহিনী দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। রেমা – কালেঙ্গা পাহাড়ী এলাকার এমন কোন অপরাধ কর্মকান্ড নেই যা তার মধ্যে নেই। প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা, চুরি, ডাকাতি সহ বনের গাছ পাচার তার নিত্য দিনের কু-কর্ম।

অভিযোগের অন্ত নেই আকসিরের বিরুদ্ধে।তার বিরুদ্ধে অভিযোগ করে কেউ পার পায় না বরং তার পাল্টা হামলা ও হুমকিতে ততষ্টস্ত এলাকার নিরিহ লোকজন।

সম্প্রতি দেশিয় অস্ত্র নিয়ে আকসির বাহীনি একটি নিরিহ পরিবারের মহিলাদের উপর দিনদুপুরে হামলা করার ভিডিও টি ফেসবুকে ভাইরাল হয়।

এতে আহত হয় বানেছা, জামিনা ও খদবানু নামে তিন মহিলা। অন্তস্বত্বা মহিলা ও রেহাই পাননি প্রাষন্ডদের হাত থেকে। আকসির বাহিনীর একাধিক সদস্য মাদকাসক্ত। তারা নিয়মিত ইয়াবা সেবক করে বলে জানান একাধিক এলাকাবাসী।

চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের হাজিবাজার সংলগ্ন মিরাশী গ্রামে তার বাড়ি। ভুক্তভোগি রমজান আলী বলেন,আকসির ছাড়াও তার দলে রয়েছেন-তৈয়ব আলী, ইয়াকুব আলী, দেওয়ান আলী,ঈমান আলী,মোহাম্মাদ আলী,মমিন আলী ও আঃ রহমান।যাদের কাজ এলাকায় জমি দখল, মাদক ব্যবসা ও জনমনে ত্রাসসৃষ্টি করা।আকসিরের ভয়ে তিনি বাড়িতে থাকতে পারছেন না।

রাণীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মমিন চৌধুরী বলেন, সে ওই এলাকার চিহৃিত সন্ত্রাসি।অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। তিনি আইননানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সৃষ্টি কামনা করেন।

উপজেলা চেয়ারম্যান-আলহাজ্ব আঃ কাদির লস্কর বলেন শুনেছি- আকসির বাহীনি খুবই দুধর্ষ। তাদের কে এখনই রোধ করতে হবে।বিষয়টি তিনি উপর মহলে আলাপ করবেন বলে জানান।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, ভিডিও টি ফেসবুকে দেখেছি,অভিযোগ পেলে- আকসির যত শক্তিশালী হউক তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।চুনারুঘাটে কোন সন্ত্রাসী কর্মকান্ড বরদাস্ত করা হবে না।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।