গাজীপু‌রে কোনাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে আশিক (৩৩) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গাজীপুরের কোনাবাড়ী আমবাগ উত্তর পাড়া এলাকায় শ‌নিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ‌শিক ‌সিরাজগঞ্জের বেলকুচি থানার খামার উল্লাপাড়া গ্রামের নজরুল মিয়ার ছেলে।
তিনি কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া ইসমাইলের বাড়ি ভাড়াটিয়া।

এলাকবাসী জানান, নিহত আশিক, বিল্লাল হোসেনের ঝুটের গোডাউনে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎ পিষ্ট হয়ে নিহত হন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন...