TadantaChitra.Com | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নাজিম উদ্দিন স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করলেন এমপি শাওন

প্রকাশিত : মে ১৮, ২০২০, ১১:৩৬

নাজিম উদ্দিন স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করলেন এমপি শাওন

ফারহান-উর-রহমান সময়ঃ ২০১৮ সালে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত লালমোহন ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সিনিয়র বিজ্ঞাপন কর্মকর্তা মোঃ নাজিমউদ্দিন এর কর্মময় স্মৃতিকে চিরজাগরূক রাখবার মানসে

“নাজিম উদ্দিন স্মৃতি পাঠাগার” উদ্বোধন করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

১৭ মে ২০২০ রোববার বিকেলে লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডের ভাঙাপোল বাজারে লালমোহন ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে স্থাপিত নাজিমউদ্দিন স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধনকালে লালমোহন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এমপি শাওন বলেন- নিজেকে আলোকিত করতে হলে সবাইকে বেশি বেশি বই পড়তে হবে। দেশ ও জাতির মানসগঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। লালমোহন ফাউন্ডেশনের অত্যন্ত দক্ষ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এর নামে স্থাপিত পাঠাগারে এলাকার জ্ঞানপিয়াসী পাঠকরা যতোবশি ইসলামিক বই পড়বে, নাজিমের আত্মা ততবেশি শান্তি পাবে।

পাঠাগার উদ্বোধনের আগে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, নুরুল হক মাস্টার বাড়ির দরোজায় চিরনিদ্রায় শায়িত নাজিমউদ্দিন এর কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে নাজিমউদ্দিন এর অসুস্থ বাবা মায়ের খোঁজ খবর নেন ও সম্ভাব্য সকল চিকিৎসার আশ্বাস প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদুল হাসান রাফেজ, লালমোহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি রিপন শান, লালমোহন প্রেস ক্লাবের সাধারন সস্পাদক জসিম জনি, লালমোহন পৌরসভা ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম ফরাজী, লালমোহন ফাউন্ডেশনের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মফিজুল ইসলাম জুয়েল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক জোবায়ের শিশির, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান রাহাত, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য ফজলুল হক, মোঃ অলিউল্লাহ প্রমুখ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।