TadantaChitra.Com | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার মানুষকে ঘূর্ণিঝড়ের ছোবল থেকে রক্ষা করতে হবে..তোফায়েল আহামেদ

প্রকাশিত : মে ১৯, ২০২০, ১০:২২

ভোলার মানুষকে ঘূর্ণিঝড়ের ছোবল থেকে রক্ষা করতে হবে..তোফায়েল আহামেদ

এইচ এম নাহিদ, ভোলাঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সুপার সাইক্লোন ঘূণীঝড় আম্পানের ছোবল থেকে রক্ষা করার জন্য ভোলার আওয়ামীলীগের নেতা কর্মীদের এগিয়ে আসতে হবে। যাহাতে জনসাধারনের যানমাল রক্ষায় ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তীতে তাদের পাশে থেকে তাদের জানমাল রক্ষা করা যায়। তার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বর্ষীয়ান নেতা ।

নিজস্ব উদ্যেগে মঙ্গলবার ১৯ মে বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা সদরের ধনীয়া ইউনিয়নে ১০ হাজার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে এসব কথা বলেন। এর আগে ৩ দফায় তিনি ৩০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর পদ্ধতিতে গরীব মানুষের মাঝে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। এই টাকা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে। একই ঘরে একাধিক ব্যাক্তির নাম লিষ্ট করা যাবেনা। কেউ এ ধরনের তালিকা করলে তা বাদ দিতে হবে।

তোফায়েল আরো বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশে ব্যাপক ভাবে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের শিল্প কল-কারখানার জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। যতদিন পর্যন্ত এই করোনা দুর্যোগ থাকবে, ততোদিন পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম চলবে।

সাবেক এই মন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সকল গরীব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, সে ব্যাপারেও তিনি সকলকে সর্তক করে দেন। তিনি যার যার সামর্থ অনুয়ায়ী ত্রাণ নিয়ে দুস্থ মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি অনুরোধ জানান।

সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় মানুষদের এসব ত্রাণ পৌছে দিতে হবে। কারো সাথে যেন কারো স্পর্শ না হয়। কারণ করোনা একটি ছোঁয়াছে রোগ।

স্থানীয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, যেসব এলাকায় করোনা রোগী সনাক্ত হয়, সে’সব এলাকা লকডাউন করে দিতে হবে। এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেন জনসাধারণ না যেতে পারে সে ব্যাপারে নজর দিতে হবে।

এসময় জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কমর্কর্তা মো: মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।