
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড ছোয়াছয়আনি পাড়া যাতায়াতের রাস্তা বন্ধের বিরোধের জের ধরে গত ২৩-০৫-২০২০সন্ধ্যা ৬টার সময় এই ঘটনা ঘটে বলে থানায় অভিযোগ করেছেন বাদী ওমর আলীর।
তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি এবং বিবাদীগন আমরা পাশাপাশি ঘরে বসবাস করি কিছুদিন যাবৎ আমাদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীগনের সাথে মতবাদ সৃষ্টি হয় এতে করে বিবাদীগন আমাদেরকে প্রায় সময় হুমকি-ধামকি দিতে থাকে।
আমাদের যাতায়াত কৃত রাস্তা বন্ধ করে দেয় এই নিয়ে আমরা প্রতিবাদ জানালে আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত ২৩-০৫-২০২০ তারিখ সন্ধ্যা অনুমানিক ছয়টার সময় বিবাদী (১) এরশাদ মিয়া( ২) মাসুক মিয়া (৩) রিপন মিয়া সর্ব পিতা মৃত কফিল উদ্দিন (৪) জুবায়ের হোসেন পিতা মেন্ত আলী (৫) আয়েশা বেগম স্বামী মৃত কফিলউদ্দিন।
এরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমি এবং আমার ভাই ভাতিজা গুরুতর আহত হয় তাৎক্ষণিক চিকিৎসার জন্য লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ফাঁকে আমাদের বসতঘর ভাঙচুর করে পরে আমরা লাকসাম থানায় অভিযোগ করে ন্যায় বিচার প্রার্থনা করে।
