TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিদারুন অসহায়ত্ব 

প্রকাশিত : মে ৩০, ২০২০, ১৮:৩৮

নিদারুন অসহায়ত্ব 

“সুমি ইসলাম”

এভাবে কখনও ভোরের জন্য অপেক্ষা করা হয়নি
অন্ধকারকে দেখে কখনও হয়নি এতো ভীতু,
এ যেনো গাঢ় অন্ধকার,
আমাবশ্যা কালো,
কখন আসবে ভোরের সোনালী আলো,
অন্ধকারে যেনো ডুবে যাচ্ছি
অতলের কোন তলে,
ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি
ডুবে যাচ্ছি অন্ধকারের অতল গহীনে
ডুবে যাচ্ছি আমি,
ডুবে যাচ্ছো তুমি,
ডুবে যাচ্ছে সমগ্র মানবজাতি।
এতো আলো তারপরও চারিদিকে ঘোর অন্ধকার,
নেই সুখ কারো মনে,নেই হাসি কারো মুখে
সবার ভেতর চাপা কান্না আর
আজানা একটা ভয়।
কবে আসবে আলো কবে হাসবে মানুষ?
এযে এক নিদারুণ অসহায়ত্ব।এভাবে কখনও ভোরের জন্য অপেক্ষা করা হয়নি
অন্ধকারকে দেখে কখনও হয়নি এতো ভীতু,
এ যেনো গাঢ় অন্ধকার,
আমাবশ্যা কালো,
কখন আসবে ভোরের সোনালী আলো,
অন্ধকারে যেনো ডুবে যাচ্ছি
অতলের কোন তলে,
ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি
ডুবে যাচ্ছি অন্ধকারের অতল গহীনে
ডুবে যাচ্ছি আমি,
ডুবে যাচ্ছো তুমি,
ডুবে যাচ্ছে সমগ্র মানবজাতি।
এতো আলো তারপরও চারিদিকে ঘোর অন্ধকার,
নেই সুখ কারো মনে,নেই হাসি কারো মুখে
সবার ভেতর চাপা কান্না আর
আজানা একটা ভয়
বাবার লাশ ফেলে চলে যায় আদরের সন্তান
যে মা কষ্টকরে জন্ম দিলো সন্তান কে
সেই মাকে ফেলো দিলো রাস্তায়
সব ভয় কে পায়ে দলে ভালোবাসার সন্তানকে জড়িয়ে ধরলো বাবা
প্রিয়জনদেরকে রেখে বুকে কষ্টের পাথর চেপে
মানুষকে সেবা দিতে চলে যায় বাব
কারো বা মা
সৃষ্টির সেরা জীব আজ কত অসহায়,
কবে আসবে আলো কবে হাসবে মানুষ?
এযে এক নিদারুণ অসহায়ত্ব।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।