TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরিয়ার সেনা ঘাটিতে গোলাবর্ষণ করলো তুরস্ক

প্রকাশিত : মে ৩১, ২০২০, ০৩:৪৩

সিরিয়ার সেনা ঘাটিতে গোলাবর্ষণ করলো তুরস্ক

তদন্ত চিত্র ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনীর অবস্থানে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে তুরস্কের সামরিক বাহিনী।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ গতকাল (শনিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, উরুম আল-কুবরা শহরের সিরিয়ান অবস্থানে তুর্কি সেনারা এসব রকেট নিক্ষেপ করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। এ শহরে সিরিয়ার সরকারি বাহিনীর শক্ত অবস্থান রয়েছে।

এদিকে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের জাবাল আল-জাভিয়া পার্বত্য এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ান অবজারভেটরি বলছে, সংঘর্ষে দুই পক্ষের বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে।

এছাড়া, হাসাকা প্রদেশের একটি গ্রামে উগ্র সন্ত্রাসীরা রকেট হামলা চালিয়েছে। তবে, এ হামলার ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায় নি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।