TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুমি ইসলামের “বেলা শেষে”

প্রকাশিত : জুন ২০, ২০২০, ১৮:১৪

সুমি ইসলামের “বেলা শেষে”

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল চৈতালি
রাধা চূড়া আর কৃষ্ণচূড়ার রঙে
মুখরিত হয়ে আছে চারিদিক
চৈতালির গায়ের সাথে লেপট আছে
নীল রঙের শাড়ি এ যেনে ঠিক আকাশের ছোঁয়া,
চৈতালির চোখ ভরা কাজল যেনো কালো মেঘের প্রতীক,
কপালে ছোট্ট টিপ,
খোলা চুলে যেনো উর্বসী।
নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে
তার মনে একটু ভয় নেই,নেই শঙ্কা।
চৈতালি জানে রাস্তার শেষ মাথায় হাতে একগুচ্ছ রাধাচূড়া,ভেজা কদম আর প্রেমভরা হৃদয় নিয়ে দাড়িয়ে আছে চারুমিত্র,
শুধুমাত্র চৈতালির অপেক্ষায়।
চোখ ভরা স্বপ্ন নিয়ে চেয়ে আছে
চৈতালির জন্য,
চারুমিত্রের চোখে প্রেমের কবিতা
চারুমিত্রের ঠোঁটে উষ্ণতা
আর বুকে প্রেমের স্পন্দন।
তোমার স্পর্শে আমি উচ্ছল হতে চাই,
তোমার ছোঁয়াতে আমি গভীর থেকে গভীরে ডুবে যেতে চাই,তলিয়ে যেতে চাই সুখের তলদেশে।
সকাল শেষে বিকেল পেরিয়ে যায়
সব কথা ভাবনাতেই রয়ে যায়,
তবু আজও বলা হয়ে উঠলো না চৈতালি আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি শুধু আমার।
আজও চৈতালির শোনা হলোনা চারুমিত্রের না বলা কথাগুলো।
বেলা শেষে একগুচ্ছ কদম আর রাধাচূড়া হাতে দাড়িয়ে রয় চারুমিত্র,
দাড়িয়ে রয় দিনের পর দিন
কিন্তু চৈতালির আর সময়
হয়না একটি বার চারুমিত্রের
চোখে চোখ রেখা তাকাবার।
চারুমিত্রের ঘাড়ে মাথা রেখে
প্রেমের কাব্য শোনার।
বেলা শেষে সবাই একা, সবার হৃদয়ে হাহাকার


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।