TadantaChitra.Com | logo

১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মশালার নামে আশরাফুন্নেছা’র হরিলুট, জানতে চাইলেই ফোন করেন মুন্নি সাহা!

প্রকাশিত : আগস্ট ১৯, ২০২০, ১৬:৫৬

কর্মশালার নামে আশরাফুন্নেছা’র হরিলুট, জানতে চাইলেই ফোন করেন মুন্নি সাহা!

নিজস্ব প্রতিবেদকঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট অনিয়মে ভর করেছে। অধিদপ্তরের আইইএম ইউনিটের পরিচালক আশরাফুন্নেছা তার দুরদর্শীতার মাধ্যমে কর্মশালা না করেই এই টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের। এক্ষেত্রে তিনি কর্মশালার নামে কর্মকর্তাদের স্বাক্ষর জাল এবং ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সব টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ এসেছে। নয়ছয় করে বিভিন্ন কর্মশালার নামে কোটি কোটি টাকা উত্তোলন করে এ কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিতে এসেছে। মন্ত্রী ইতিমধ্যেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এছাড়াও পরিচিত টিভি ও পত্রিকায় নিজের একক সিদ্ধান্তে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন এ নারী।

এসব বিষয়ে জানতে দুর্নীতিবাজ আশরাফুন্নেছা’র মোবাইলে কল করলে তিনি এ প্রতিবেদকের সাথে কথা না বলে ফোন কেটে মুন্নি সাহাকে দিয়ে ফোন করান এ দুর্নীতিবাজ নারী। এ প্রতিবেদককে মুন্নি সাহা ফোন করে আশরাফুন্নেছাকে নিজের বড় বোনের বান্ধবী পরিচয় দিয়ে বাজে ধরণের কথা বলেন। সূত্র বলছে, রাজধানীর এমন দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের কাছ থেকে উৎকোচ নেন মুন্নি সাহা। এই মুন্নি সাহা সিটি নির্বাচনে একটি অনলাইন পত্রিকার সাংবাদিককের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ওই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ওই সাংবাদিককে অপসাংবাদিক দিয়েছেন।

সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে এটিএন নিউজে মুন্নি সাহা কর্তৃক মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরাবরে চিঠি দিয়েছেন সংগঠনের ১৭৪ জন সদস্য। ৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় সিনিয়র সাংবাদিকদের স্বাক্ষরিত এই চিঠ জমা দেয়া হয়।

গত নির্বাচন চলাকালে রাজধানীর মোহাম্মাদপুরের রায়ের বাজার এলাকায় (৩৪ নং ওয়ার্ড) আগামীনিউজ.কমের অপরাধ বিষয়ক সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর এ হামলার ঘটনা ঘটে। সুমন এসময় নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। গলায় তার কার্ড ঝোলানো থাকলেও ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন খোকনের কর্মী-সমর্থকরা সমনকে রামদা দিয়ে কেপায় এবং রাস্তায় ফেলে হত্যার উদ্দেশ্য হকি স্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে সাংবাদিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমন এখন চিকিৎসাধীন।

১৭৪ জন সাংবাদিক (ডিআরইউ সদস্য) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বরাবরে চিঠি দিয়ে নির্বাচনের দিনে সাংবাদিক সুমনের ওপর হামলার পরপরই হামলাকারীদের পক্ষ নিয়ি মুন্নি সাহার মিথ্যা সংবাদ পরিবেশনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, এই মুন্নি সাহা নিজের স্বার্থে যে কাউকে ফাঁসি দেওয়ার এক মাস্টারমাইন্ড ক্রিমিনাল। যদি তা ই না হয় তাহলে তার মত একজন প্রথম সারির টেলিভিশনের সাংবাদিক হয়ে ছোট ছোট কাজে কি অন্য সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেন? এ নারী নিজেকেই বড় সাংবাদিক দাবী করেন, আর যারা আছে তাদেরকে তিনি গরু-ছাগল মনে করেন। ‌এদের মত সাংবাদিকদের কারণে দেশে আজ সাংবাদিকতা নাই বললেই চলে। আছে শুধু চাটুকার ও দালাল।

জানা যায়, স্কুল-মাদ্রাসা শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে অবহিতকরণ বিষয়ে কর্মশালার আয়োজন করার কথা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের। এরই অংশ হিসেবে আইইসি অপারেশনাল প্ল্যানের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে দেশের উপজেলা পর্যায়ে ৪৮৬টি কর্মশালা পরিচালনা করার কথা। এ জন্য বরাদ্দও ছিল ৭ কোটি টাকা। যদিও আইইএম ইউনিটের পরিচালকের বিচক্ষণতায় এসব কর্মশালা হয়েছে। তবে তা বাস্তবে নয়; কাগজে কলমে।

অধিকাংশ বিল ভাউচারের প্রতিষ্ঠানেরই কোন অস্তিত্ব নেই। এসব অভিযোগের প্রেক্ষিতে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে সম্প্রতি অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দুদক কর্মকর্তারা দেখেন, গত অর্থ বছরে উপজেলা পর্যায়ে ৪৮৬টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে তথ্য দেখানো হয়েছে। কিন্তু এসব কর্মশালার বিল-ভাউচার পর্যালোচনায় অসামঞ্জস্যতা রয়েছে। অভিযানে দুদক কর্মকর্তারা আরো দেখেন-আমদানি-রপ্তানিকারকের লাইসেন্সধারী ‘সুকর্ন ইন্টারন্যাশনাল কোং’ এবং ‘মেসার্স রুহী এন্টারপ্রাইজ’ নামে দু’টি প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন প্রচারের কাজ দেয়া হয়েছে। দরপত্রের শর্ত লংঙ্ঘন করে এ দুটি প্রতিষ্ঠানকে ১ কোটি ৮৫ লাখ টাকার বিল দেয়া হয়েছে বলে দুদক দলের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম সে সময় বলেছিলেন, অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল প্রাথমিক তদন্তে এসেছিল। তারা কিছু কাগজপত্র চেয়েছেন। আমি সংশ্লিষ্ট সবাইকে পুরো মাত্রায় সব ধরনের সহযোগিতা করতে নির্দেশ দিয়েছি। অভিযোগ যেহেতু এসেছে তাই ডেফিনেটলি বিষয়টি দেখতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আইইএম ইউনিট সংশ্লিষ্টরা জানান, ২০১৮-১৯ অর্থ বছরে বিভিন্ন জেলা উপজেলায় ৪৮৬টি কর্মশালার নামে কর্মকর্তাদের স্বাক্ষর জাল এবং ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সব টাকা উত্তোলন করা হয়েছে। কর্মশালার ব্যয়বাবদ তিনি যে সব বিল ভাউচার ব্যবহার করেছেন তার বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কোন অস্তিত্ব নেই। কর্মশালায় ব্যবহারের জন্য কেন্দ্রীয় ভাবে কোন ধরনের টেন্ডার বা কোটেশন ছাড়াই কিছু ব্যাগ, কলম, প্যাড ক্রয় করে আইইএম ইউনিট। তিনটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইইএম পরিচালকের মৌখিক নির্দেশের ভিত্তিতে এসব পণ্য সরবরাহ করে। যেখানে ব্যাগের জন্য ৩৭০ টাকা এবং কলম ও প্যাড যথাক্রমে ১০ ও ২০ টাকা মূল্য নির্ধারন করা হয়। অথচ বিল ভাউচারে ব্যাগের দাম দেখানো হয়েছে ১ হাজার ৫০ টাকা, প্যাড ৭০ টাকা এবং কলম ৮০ টাকা। এছাড়া কর্মশালায় রিসোর্স পার্সনদের সম্মানী ভাতা আয়করসহ ১ হাজার ৬৮০ টাকা, স্থানীয় সমন্বয়কারীদের সম্মানী আয়করসহ ১ হাজার টাকা, অংশ্রগহণকারীদের ভাতা বাবদ ৭শ’ টাকা দেখিয়ে উত্তোলন করা হয়েছে।

অনুসন্ধানে আরো দেখা গেছে, মৌলভীবাজারে অনুষ্ঠিত কর্মশালার জন্য ‘মেসার্স আচল পেপার, স্টেশনারী এন্ড লাইব্রেরী’ থেকে ব্যাগ, প্যাড কলম কেনা হয়েছে। যার ঠিকানা স্টেশন রোড, মৌলভীবাজার। ক্যাশ মেমোতে ক্রেতার নাম ঠিকানা লেখা হয়েছে, ‘পরিচালক আইইএম এবং প:প: অধি, ঢাকা’। এছাড়া ‘সাম্পান রেস্টুরেন্ট এন্ড ক্যাটেরিং’ নামে একটি ক্যাশ মেমোতে ক্রেতার একই ঠিকানা ব্যবহার করে আপ্যায়ন উদ্বোধনী ও আপ্যায়ন সমাপনী নামে বিল করা হয়েছে। কিন্তু কোন পণ্যের নাম সেখানে নেই। খোঁজ নিয়ে দেখা গেছে, মৌলভীবাজারে স্টেশন রোড নামে কোন সড়ক নেই। এমনকি ‘মেসার্স আচল পেপার, স্টেশনারী এন্ড লাইব্রেরী’ ‘সাম্পান রেস্টুরেন্ট এন্ড ক্যাটেরিং’ নামে কোন প্রতিষ্ঠানও নেই।

একই ঘটনা ঘটেছে দেশের প্রায় বেশিরভাগ উপজেলায়। মাত্র ৩ দিনে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ৩৩টি উপজেলায় কর্মশালা সম্পন্ন করা হয়েছে। বাস্তবে যা অসম্ভব। উপজেলা পর্যায়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী প্রদানের তালিকার নাম ও স্বাক্ষর ঢাকা অফিসে বসেই ইচ্ছেমতো বসিয়ে এসব টাকা আত্মসাত করা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যাগ প্রদানের জন্য কেন্দ্রীয় ভাবেও ব্যাগ কেনেন পরিচালক আশরাফুন্নেসা। তবে কোন ধরনের টেন্ডার বা কোটেশন ছাড়াই তিনজন সরবরাহকারীকে তিনি ব্যাগ প্রদানের জন্য মৌখিক নির্দেশ দেন। তার প্রেক্ষিতে উইমেক্স ট্রেড ইন্টারন্যাশনাল, জারিন এন্টারপ্রাইজ এবং এমআর এন্টারপ্রাইজ যথাক্রমে ৮ হাজার, ৩ হাজার ৪’শ এবং ২ হাজার ব্যাগ সরবরাহ করে। কিন্তু ৩৭০ টাকা থেকে ৪শ’ টাকায় ব্যাগ সরবরাহ করলেও তিনি সরবরাহকারীদের অর্ধেক টাকা পরিশোধ করলেও বাকী টাকা দিতে পারবেন না বলে জানিয়েছেন। ২০১৯-২০ অর্থ বছরে কোন কাজ না করেই ৪৮টি কোটেশনের মাধ্যমে ২ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন আশরুফুন্নেসা। যার কোন নথিপত্র নেই। ভুয়া কার্যাদেশ তৈরি করে বিলের সঙ্গে সংযুক্ত করে এসব বিল এজি অফিস থেকে পাশ করানো হয়েছে। যদিও সরকারি নিয়মানুযায়ী একজন পরিচালক বছরে ৬টির বেশি কোটেশন করার কোন নিয়ম নেই।

সংশ্লিষ্টরা জানান, নিজের ভাগ্নের প্রতিষ্ঠান ময়মনসিংহের রুহি এন্টারপ্রাইজের ট্রেড লাইসেন্সে ‘আমদানিকারক’ উল্লেখ থাকলেও তিনি অধিদপ্তরের শর্ত ভঙ্গ করে এই প্রতিষ্ঠানকে সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজ দিয়েছেন। এক্ষেত্রে দরপত্রে উল্লিখিত ৩ বছরের অভিজ্ঞতার শর্তও মানা হয়নি। তেমনিভাবে কাজ দিয়েছেন নিজের চাচাতো ভাইয়ের ময়মনসিংহের প্রতিষ্ঠান সুকর্ণ ইন্টারন্যাশনালকে। ভাগ্নে ও চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠান নামে হলেও মূলতঃ ১ কোটি ৮৫ লাখ টাকার এই দুটি কাজ তিনি নিজেই করছেন। বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে দরপত্রে উলিখিত শর্তও ভঙ্গ করেছে এই দুটি প্রতিষ্ঠান। সূত্র জানায়, শিক্ষা ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে আসা এই কর্মকর্তা ইতিপূর্বে বাংলাদেশ শিশু একাডেমির দায়িত্বে থাকা অবস্থায় অনিয়মে জড়িয়ে পড়েন। দুর্নীতির কারণে তাকে সেই সময় ওএসডি করা হয়।

বিল্পব বাহিনীঃ এ কর্মকর্তার শেল্টারে এ অধিদপ্তরে গড়ে উঠেছে বিল্পব বাহিনী নামে একটি সিন্ডিকেট। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকরা আশরাফুন্নেছার দুর্নীতি বিষয়ে প্রতিবেদন করতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গেলে এ বাহিনীর তোপের মুখে পড়ে অনুসন্ধানী সাংবাদিকরা। জানা গেছে, বিপ্লব বাহিনীর প্রধান বিপ্লব নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সত্যিকারে কোন গণমাধ্যমে আছে তার কোন প্রমাণ দেখাতে পারে নাই। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েই টেন্ডারবাজি করেন বিপ্লব। এই বিপ্লবের অপকর্ম নিয়ে আসছে আমাদের বিস্তারিত প্রতিবেদন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।