তদন্ত চিত্রের প্রিন্ট সংস্করণের বর্ষ ২৬ সংখ্যা ৫২ ‘র ভেতরের পৃষ্ঠায় হেলেনা জাহাঙ্গীরের বিভ্রান্তিকর বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরীর নাম আসায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
কথিত টিভি চ্যানেলের মালিক হেলেনা জাহাঙ্গীর অন্য ব্যক্তির নামের স্থলে নিজেদের ভিতরে বিবেধ সৃষ্টির লক্ষে এক সাংবাদিক নেতার কাছে সোহেলী চৌধুরীর নাম বলেন। তার বলার ভিত্তিতেই উক্ত সংবাদ প্রকাশ করা হয়। যার জন্য সোহেলী চৌধুরীর সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন হয়।কথিত টিভি চ্যানেলের মালিক হেলেনা জাহাঙ্গীরে ভুল তথ্যের জন্য তদন্ত চিত্রের অনাকাঙ্ক্ষিত সংবাদটির জন্য আমরা আবারও আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
সম্পাদক
তদন্ত চিত্র
‘”নৌকার মাঝি” মাদক ব্যবসা করে এখন কোটিপতি! পর্ব-২’
অনলাইন প্রতিবেদকঃ ছিলেন নৌকার মাঝি, এখন কোটিপতি। নাম নুরুল আবছার।......বিস্তারিত