নিজস্ব প্রতিবেদক : ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জিয়াউর রহমানকে হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ০১৮৪০ ১০০ ৬১৪ নাম্বার থেকে ফোন করে কবীর শামীম নামে এক যুবক জিয়াউর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় ঐ যুবক নিজেকে যমুনা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে জ্যাকবের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় জিয়াউর রহমান কে ভয়ভীতি ও দেখে নেয়ার হুমকি দেয়। যার অডিও ক্লিপ সাপ্তাহিক তদন্ত চিত্রের কাছে সংরক্ষিত আছে।
সাংবাদিক জিয়াউর রহমান সাপ্তাহিক তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য।
জিয়াউর রহমান বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক তদন্ত চিত্রের অনলাইন ভার্সনে “দুর্নীতির মহারাজা এমপি জ্যাকব” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর পর থেকেই সাংসদ জ্যাকবের লোকজন আমাকে নানাভাবে ভয়ভীতি, হামলা-মামলার হুমকি দিয়ে আসছে। যার কারণে আমি শঙ্কায় আছি। খুব শীঘ্রই আমি থানায় সাধারণ ডায়েরি করবো।
“দুর্নীতির মহারাজা এমপি জ্যাকব” শিরোনামের সংবাদটি পড়তে লিংকে ক্লিক করুন…https://tadantachitra.com/?p=5345
‘”নৌকার মাঝি” মাদক ব্যবসা করে এখন কোটিপতি! পর্ব-২’
অনলাইন প্রতিবেদকঃ ছিলেন নৌকার মাঝি, এখন কোটিপতি। নাম নুরুল আবছার।......বিস্তারিত