তদন্ত চিত্র : বৃহস্পতিবার (৭ জানুয়ারি) “যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)” এর এম্বাস্যাডর ও সমন্বয়ক হিসেবে যোগ দিলেন দেশের বিখ্যাত নারী শুটার, সাউথ এশিয়ান গেমস স্বর্ণজয়ী শারমিন আক্তার রত্না। যিনি বর্তমানে খেলার পাশাপাশি বাংলাদেশ সুটিং ফেডারেশন এর উপ -কমিটিতে কাজ করছেন সুনামের সাথে।
এম্বাস্যাডর ও সমন্বয়ক হওয়ার ব্যাপারে “জেকেএফ” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান এর কাছে জানতে চাইলে ওনি বলেন দেশের বিখ্যাত নারী শুটার, সাউথ এশিয়ান গেমসে সাফ স্বর্ণজয়ী শারমিন আক্তার রত্না একজন উদার মনের মানুষ, পরোপকারী মানুষ, যিনি তার খেলোয়াড়ী পেশার পাশাপাশি সমাজের বিভিন্ন সামাজিক কাজ
করে যাচ্ছেন প্রতিনিয়ত।
তাই “যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)” এর কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তক্রমে ওনাকে এম্বাস্যাডর ও সমন্বয়ক বানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এবং সাফ স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না সাধরে সম্মমতি জ্ঞাপন করেন এবং পাশাপাশি “জেকেএফ” এর সফলতার জন্য ওনার মেধা, শ্রম, মনন খরচ করে গরীব অসহায়দের পাশে থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তাই তদন্ত চিত্রের মাধ্যমে এই গুনী সাফ স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না কে অভিনন্দন জানায় “জেকেএফ” পরিবারের পক্ষথেকে। আশা করি “জেকেএফ” এর পাশে ই সবসময় থাকবেন। সব সময় ভাল পরামর্শ দিয়ে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন।
‘ভোলা প্রেস ক্লাবের অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করে রুল জারি করলেন আদালত’
ভোলা প্রতিনিধিঃ ভোলা প্রেস ক্লাবের অবৈধ কমিটির সকল কার্যক্রমের উপর......বিস্তারিত