নিজস্ব প্রতিবেদক : থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফরহাদকে “জেকেএফ সুস্বাস্থ্যের বন্ধু” প্রজেক্ট এর মাধ্যমে “যুব খান ফাউন্ডেশন ” এর পক্ষথেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) বিকাল ৫ টায় “সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার সরাইল -নাসিরনগর এর প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য গত ০৬ জানুয়ারী ২০২১ ইং তারিখে সাংবাদিক সমাজকর্মী শেখ সিরাজুল ইসলাম এর ফেসবুকে ফরহাদ এর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে একটি স্টেটাস দেন যা “জেকেএফ” কর্তৃপক্ষের নজরে আসে। তার সূত্র ধরে ফরহাদ এর বাড়িতে গিয়ে তাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান ফরহাদ এর পরিবারকে আরো আশ্বাস দেন যে ফরহাদের জন্য পর্যায়ক্রমে সহায়তা করার। পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আশার আহবান জানান।
এ প্রসংগে সংগঠনের প্রধান উপদেষ্টা সারা আনাম বলেন “জেকেএফ” আত্মপ্রকাশ হয়েছে ফরহাদ এর মত অসহায় মানুষদের জন্য। ওনি দ্রুত ফরহাদের সুস্হ্যতা কামনা করছেন।
‘ভোলা প্রেস ক্লাবের অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করে রুল জারি করলেন আদালত’
ভোলা প্রতিনিধিঃ ভোলা প্রেস ক্লাবের অবৈধ কমিটির সকল কার্যক্রমের উপর......বিস্তারিত