নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গৌরবময় সামাজিক সংগঠন “যুব খান ফাউন্ডেশনের ২০২১ -২০২২ জেকেএফ বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে “জেকেএফ উঞ্চতার বন্ধু” প্রজেক্ট এর মাধ্যমে কালিকচ্ছ ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৫ জানুয়ারী “জেকেএফ” এর প্রধান কার্যালয়ে এ শীতবস্ত্র বিরতণ করা হয়।
আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন “যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)” এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ ইসমাইল খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মোঃ জিয়াউর রহমান খান উপস্থাপনায় বক্তব্য রাখেন মোঃ আলী আহম্মদ খান, মোঃ নজরুল ইসলাম খান, আবু শামীম ছানা, মোঃ আলী সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মোঃ দারু খান, , ফাইজুল ইসলাম খান শ্রবন, মোঃ রাফচান, মোঃ মুবাশ্বির খান, মোঃ আদনান খান রিয়ান প্রমুখ।
এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভিডিও কনফান্সের মাধ্যমে বলেন, যুব খান ফাউন্ডেশন কোন ব্যক্তি স্বার্থ নয় কেবলই দেশ ও দেশের অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে ২০১৭ সাল থেকে এবং ইনশাআল্লাহ্ সামনে ও করবে।। তারই ধারাবাহিকতায় আজকে দেশ ও প্রবাসে থাকা ফাউন্ডেশনের সদস্যের দেয়া নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। পরে অসহায় গরীব, দুঃখীদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
‘ঐক্যের স্বার্থে রাজৈর কল্যাণ সমিতি একাংশ সেক্রেটারির পদত্যাগ’
ইতালি থেকে তুহিন মাহামুদ : ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানস্হ একটি......বিস্তারিত