বিনোদন প্রতিবেদক : নতুন একটি নাটকের গান কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী পড়শী ও আভরাল সাহির৷’ভুল থেকে শুরু’ শিরোনামের গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ৷ গানটির সুর ও সংগীত করেছেন আভরাল সাহির।
সংগীত মহলে বেশ জনপ্রিয় শিল্পী পড়শী৷ ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক দারুণ সব গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছে৷ অন্যদিকে আভরাল সাহির বর্তমান সময়ের একজন ব্যস্ততম সংগীত পরিচালক ও শিল্পী৷
কিছুদিন আগে ‘শিল্পী’ নাটকে বুক চিন চিন খ্যাত গানটির সংগীত পরিচালক ছিলেন আভরাল সাহির৷ গানটি ইউটিউবে প্রায় ২ কোটি এর ভিউ কাছাকাছি পৌছেছে।
মহিদুল মহিম এর পরিচালনায় ক্রেডিট শো নাটকটিতে অভিনয় করেছেন তাহসান খান ও মেহেজাবিন। খুব শীগ্রই নাটক ও গানটি প্রকাশ পাবে৷
‘বেলকুচিতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার’
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি থেকে মেছো বাঘের দুটি বাচ্চা......বিস্তারিত