TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙা আলতা পায়ে – নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মার্চ ২৪, ২০২১, ০০:৩১

রাঙা আলতা পায়ে – নীগার সুলতানা ইয়াসমীন

কোমলমতি বধূয়া অপেক্ষায় আছে ,

সাঁঝের বেলায় ,জোনাঁকির আলোয়,
দীঘির পাড়ে শিমুলের তলে,
রাঙা আলতা পায়ে ,
তার প্রিয়তমের লাগি ।
আর ভাবছে বসন্তের এই রাতে
কত কথা কব দুজনে ,
ভালবাসার উজ্ঞনয়া জড়িয়ে ।
হঠাৎ দমকা হাওয়ায় থমকে দাঁড়িয়ে
করুন আঁখি দিক বিদিক খুঁজে ,
অন্ধকারে হারিয়েছে তারে ভালবাসে যারে ।
দূরে গেল সরে প্রানের মানুষ ধোঁকা দিয়ে ,
না কাপুরুষের দল হানা দিয়েছে রাতে ,
আসিতে দিল না তারে বধূয়ার সনে ।
ঝরিয়ে দিল তার বুকের তাজা রক্তখানে ।
তবু বধূয়া কহে সব যাওয়া চলে যাওয়া নয ,
কোন একদিন কোথাও না কোথাও নব যৌবনে
ভালবাসার চাউনি দিয়ে তাকাবে মোর পানে ।
এই জনমে তাকে কেড়ে নিয়েছে পিশাচের দল
অন্য জনমে মিলিব মোরা দুজনে ।
ততদিন আঁকা বাঁকা পথ চলিব নি:সঙ্গ একাকী ।
কখনো কাঁটা বিধে ক্ষত আলতা পায়ে রক্ত ঝরিবে ,
কখনো ঘোরে মনে হবে তার ছায়া
পাশাপাশি চলছে মোর কায়াতে মিশে ।
কখনো আলতা রক্ত মিশিয়ে কপোলে
পরিব শক্তির তিলক আর হাতে চুড়ির
ঝনঝন শব্দকে ভুলে অস্রের শব্দকে রপ্ত করিব ।
আর যারা অন্ধকারে আঘাত করে সামনে নয়
তাদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে আলোয় আলোয়
ভরিয়ে দিয়ে মুক্তির গান গাইব সকলে মিলে ।
জয় বাংলা বাংলার জয় হবে একদিন ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।