TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যমণিদের স্মরন-নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মার্চ ২৬, ২০২১, ০৫:৫৮

মধ্যমণিদের স্মরন-নীগার সুলতানা ইয়াসমীন

সুবর্ণ জয়ন্তী করিব পালন
আনন্দের পাল উড়িয়ে।
কিন্তু ব্যথিত মনে চকিত চাউনিতে
খুঁজি মধ্যমণিদের।

যাদের তরে পেয়েছি মোরা স্বাধীনতা।
চাটার দলেরা খেয়ে যায় ,
দুখীরা হাত বাড়িয়ে কেঁদে যায় ,
কৃষকরা ন্যায্য হিসাবে পিছিয়ে রয় ,
ধনী গরীবের ভেদাভেদ বেড়ে যায় ,
আর যে দুজন এইসব অসহায়দের
তরে করেছে জীবন উজাড়।

তারা নেই আমাদের মাঝে ।
কেন নেই ?
হিল্লোল বহে যায় আপন গতিতে ,
দক্ষিনের পবন দিগন্তের ফসল দুলায় ।
ঋতুর পালাবদলে নেই অনিয়ম ।
তাহলে প্রকৃতির নিয়মে মৃত্যু হলো না কেন তাদের?
কষ্ট হলেও মেনে নিতাম কোনমতে।

কিন্তু ঘাতকের বুলেটে লুটে পরেছ সততার দেহ।
অথচ পাকিস্তানীরা সাহস পায়নি
কবর খুঁড়েও ফাঁসি দেয়নি ।

কেন তবে স্বাধীন দেশে তাকে দিতে হল প্রান?
সময়ের আগে ঝরে গেল দেশ গড়ার কারিগর ।
তবু লাগে মনে একটু শান্তি ,
যাদের তুমি ভালবাসিতে বেশী,
গ্রামের মানুষদের কিংবা প্রকৃতি,
তাদের সনে তুমি আছ ঘুমিয়ে ,
ভাল থেক বঙ্গবন্ধু, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে,
তোমায় মন প্রান ভরে করিলাম দোয়া ।

আরেকটা কথা বলিতে নেই কোন দ্বিধা ।
তখন যদি প্রতিবাদে মুখরিত থাকিত
সকল পীচ ঢালা পথ, মীর জাফরদের দমানোর তরে।

তাহলে দ্বিতীয় মৃত্যু শহীদ জিয়ার হতো না এত আগে ।
তুমিও চলে গেলে ভালবাসা বিলিয়ে ।
তাই ভুল থেকে শিক্ষা নিয়ে,
মধ্যমণিদের শূন্যতাকে বুকে জড়িয়ে,
শহীদ আপামর জনতাকে শ্রদ্ধা জানিয়ে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
করিব পালন সকলে মিলে মিশে ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।