নিজস্ব প্রতিবেদক : গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলা করা হয়। গত ১৬ মার্চ আদালতে মামলার প্রতিবেদন দাখিল করা হয়। এ মামলায় প্রতিবেদন গ্রহণ করে আদালত চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ (আমলি আদালত বোয়ালিয়া) প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেন। এরপর শুনানি শেষে বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৬ এপ্রিল ধার্য করেন বিচারক।
পুলিশ ও আদালত সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মামলার আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
এদিকে বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সভাপতি সরদার জহুরুল। চার নেতার বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিল, মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন মামলা তুলে নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।
তদন্ত চিত্র/ টি.আই
‘বেলকুচিতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার’
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি থেকে মেছো বাঘের দুটি বাচ্চা......বিস্তারিত