TadantaChitra.Com | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেয়াল- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মার্চ ৩১, ২০২১, ১৮:১০

দেয়াল- নীগার সুলতানা ইয়াসমীন

ভাবনার হাজারো দেয়াল

কখনো রোদেলা দুপুরে, পরন্ত বিকেলে

একা আমার আমিকে নিয়ে ভাঙ্গার,

নিরলস প্রচেষ্টায় হয় ব্যর্থ।

 

আবার কখনো রশ্মির ছটক এক গুচ্ছ

আশা হয়ে কানে ভাসে সবাই মিলে,

সময় হয়েছে কেন এত অবক্ষয় বের করিব।

জীবনের মূল্যবোধ কোথায় গেল হারিয়ে

তাকে আনিতে হইবে ফিরিয়ে।

 

ভাবতে লাগে অবাক যে বয়সে ক্ষুদিরাম

দেশ ও দশের তরে নিজেকে বিলায়,

সেই বয়সে এখন এত উম্মাদনা কেন জাগে?

তবে কি পারিবারিক বন্ধনে ছিড় ধরেছে?

সবাই মিলে করে না গল্প আড্ডা,

খেলেনা খেলা ক্যারাম কিংবা দাবা,

কে কখন কোথায় যায় কেউ জানে না?

যার যার রুমে নিজেকে রাখে ব্যস্ত,

কখনো খাবার অর্ডার করে খায় নিজের মতো।

 

কে খেল আর কে খেল না তাদের কি আসে যায়?

চেয়ার টেবিলে বসে খাবে সময় নায় তাদের।

হাতে দামী মোবাইল চ্যাট করিবে সাথে খাবে খাবার।

দামী গাড়ী জোরে হর্ন বাজিয়ে চলে রাত দুপুরে।

 

ভালবাসা মানে দেহ স্পর্শ নয়,

একে অপরের প্রতি সম্মান,

সহনশীলতা, সংযত বুঝেনা তারা।

এই শ্রেনী বাড়ছে সমাজে যত ভাবনার দেয়াল

উঁচু হচ্ছে তত।

 

তারা আমাদেরই সন্তান বয়স আর কত ১৭ কি ১৮।

তাদের হাতে দিও না কেউ এত টাকা গুজে

এই আমার আর্জি তোমাদের কাছে।

 

তাদের বুঝাতে হবে জীবন মানে

নেশায়, যৌনতার স্বপ্নে

ডানা মেলে আকাশে উড়া নয়।

দেশকে নিয়ে নাই ভাব কি আর করার আছে।

 

নিজের ক্যারিয়ার, পরিবারের সম্মান

আশে পাশের সকলেই পরম আত্নার আত্নীয়,

তাদেরকে নিয়ে ভাব একটু তাও চলিবে।

 

আর যদি বাপের অনেক টাকা থাকে

পড়া লেখাতে মন নায় বসে মাকে বল

সংসারী করে দিতে।

 

মননে চেতনায় চিন্তায় ভাবনায়

ভাসাও শুধু

পুরুষত্বের অহংকার নয়,

কারো আবরু করিব না বিনষ্ট।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।