TadantaChitra.Com | logo

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খিলগাঁও হত্যা মামলার আসামী মিছিল মিটিংয়ে!

প্রকাশিত : এপ্রিল ০২, ২০২১, ০৮:৫১

খিলগাঁও হত্যা মামলার আসামী মিছিল মিটিংয়ে!

তদন্ত চিত্র ডেস্ক: মাদক সম্রাট, হত্যা মামলার আসামী! ছিলেন পলাতক কিন্তু গত ৬ মাসে নিজ এলাকা খিলগাঁও বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে স্বশরীরে ছিলেন তিনি। এসব অনুষ্ঠানে পুলিশও ছিলেন হাজির। অতীতে এক এসির নিয়ন্ত্রনে তার অপকর্ম চললেও বর্তমানে তা উন্নতি হয়ে দাড়িয়েছে এডিসি পর্যন্ত। খিলগাঁও জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনারের আর্শিবাদে মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের আড়ালে মাদক সম্রাট হয়ে উঠেন নূর মোহাম্মদ। বর্তমানে হত্যা মামলা সহ কয়েকটি মামলা মাথায় নিয়ে খিলগাঁও জোনের এডিসির আর্শিবাদে থাকছেন রাজনৈতিক মিছিল, মিটিংয়ে।

অভিযোগ উঠেছে, এ পুলিশ কর্মকর্তার আর্শিবাদে নূর মোহাম্মদের অপকর্ম বাড়তে থাকে। বেশকিছু মামলা সহ পুলিশের চোখে পলাতক আসামী হলেও দিব্বি এলাকার বিভিন্ন প্রোগ্রাম ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রতিদিন। হত্যা, চাঁদাবাজি, মারপিট সহ বেশ কিছু মামলার আসামী এই মাদক সম্রাট। থানা পুলিশের চোখে পলাতক আসামী নূর মোহাম্মদ, তবে এলাকার বিভিন্ন প্রোগ্রাম ও দলীয় অনুষ্ঠানে রীতিমত থাকছেন। পুলিশের সামনেই এসব প্রোগ্রাম হয়, কিন্তু নূর মোহাম্মদ অনুষ্ঠানে যোগ দিলেও পুলিশ চোখ থাকিতে অন্ধ।

জানা গেছে, খিলগাঁও জোনের বর্তমান এডিসি’র মৌখিক নির্দেশ থাকার কারণে থানা পুলিশ তাকে গ্রেফতার করেন না। মাঝে মধ্যে থানা পুলিশ গ্রেফতার করতে দৌড়ঝাপ করলেও আগে থেকে নূর মোহাম্মদকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। থানা পুলিশের ফোন পেয়েই নূর মোহাম্মাদ এলাকা ত্যাগ করে কুমিল্লা গিয়ে খিলগাঁও থানা শ্রমিক লীগের কথিত সভাপতি মিজানুর রহমান হোসেনের বাড়ীতে থাকেন।

নারী দিয়ে দেহ ব্যবসা, ইয়াবার আসর সবই চলে নূর মোহাম্মদের আস্তানায়। রেখা, সুমি, সোমা, স্বর্না তার আস্তানার নিয়মিত জাতায়েত করেন। এদের মাধ্যমেই বেশির ভাগ ইয়াবা বিক্রি করান নূর মোহাম্মদ। অনেকের কাছে এরা নূর মোহাম্মদের অলিখিত স্ত্রী হিসেবে পরিচিত। গোড়ানে অবস্থানকারী স্বর্নার নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন অলিগলি। রেখা দেখেন সিপাহিবাগ ও মেরাদিয়া এলাকা।

সূত্র জানায়, খিলগাঁও জোনের সাবেক বিতর্কিত এসি নাদিয়া জুঁইয়ের লালন পালনকৃত সিপাহীবাগের মাদক সম্রাট নুর মোহাম্মদ। ইতিমধ্যে এই মাদক সম্রাটকে নিয়ে পুলিশের একটি গোয়েন্দা সংস্থা সাতটি প্রতিবেদনও দিয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গুলো আমাদের এ প্রতিবেদকের হাতে এসেছে। এর আগে সাবেক এসি নাদিয়া জুঁই খিলগাঁও জোনে থাকাকালেও ওই গোয়েন্দা সংস্থা তিন টি প্রতিবেদন দিলেও এসি নাদিয়া’র সাথে মাদক সম্রাট নূর মোহাম্মদের সু-সম্পর্ক থাকায় খিলগাঁও থানা পুলিশ এই মাদক সম্রাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ওই গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদনে উল্লেখ করেন, খিলগাঁও থানার একাধিক মামলার আসামী নূর মোহাম্মদ (৩৯), পিতাঃ আঃ রহমান। বাসাঃ ৩০০/১ সিবাহীবাগ আইচক্রীম গলি, থানাঃ খিলগাঁও- ঢাকা, একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

ইতিপূর্বে গত ০৭/০৪/২০১৮, ৩০/০৪/১৮ ও ১০/০৭/২০১৮ খ্রিঃ খিলগাঁও থানার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসাবে প্রতিবেদন দাখিল করার পর এবং সারা দেশব্যাপি মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত ব্যক্তি অত্র এলাকা ছেড়ে দীর্ঘদিন যাবত আত্মগোপন করে ছিলেন বলিয়া জানা যায়। উক্ত ব্যক্তির নামে খিলগাঁও থানার মামলা নং ৫৪ তাং- ২৩/১০/১৭ খ্রিঃ মামলা নং-৩৪ তাং- এবং মামলা নং-৭৪, তাং- ২৪/০৫/১৮ খ্রিঃ।

অনুসন্ধানে আরো জানা যায়, গত ৩০/১২/২০১৮ খ্রিঃ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পর আবার অত্র এলাকায় প্রবেশ করে তার একান্ত সহযোগী ১, সৌরভ রাসেল (৩১) মোবাঃ ০১৬১১-৪১৪১৫৬, এবং তার আপন ছোট ভাই মোঃ সোহেল (৩১) মিলে খিলগাঁও থানাধীন সিপাহীবাগ টেম্পুস্ট্যান্ড, আইচক্রীমগলি, গোড়ান, নবীনবাগ, ভূইয়াপাড়া সহ নিজ বাসায় আবারো মাদকের রমরমা ব্যবসা করিতেছেন। ইতিপূর্বে উক্ত ব্যক্তির নামে ০৩ (তিন) বার মাদক সম্পর্কে রিপোর্ট প্রদান করার পরও ইহার কার্যকরী পদক্ষেপ গ্রহন না করায় অত্র এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধের সহিত জড়িয়ে পড়ছেন।

অনুসন্ধানে আরো জানা যায়, উক্ত ব্যক্তি তার বাসার দোতলায় প্রতিদিন সন্ধা ১৮,০০ ঘটিকা হতে ভোর ০৫,০০ ঘটিকা পর্যন্ত জুয়ার বোর্ড পরিচালনা করে থাকেন। উক্ত জুয়ার বোর্ডে প্রতিদিন চলে লক্ষ লক্ষ টাকার খেলা। ইহাছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাসার চার পাশে এবং আইচক্রীম গলির মাথায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক পর্যবেক্ষন করেন।

অন্য একটি প্রতিবেদনে উল্লেখ করেন, খিলগাঁও থানাধীন মোঃ বাবুল হোসেন ওরফে পুলিশ বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইকবাল মিঝি, সিনিঃ সহ সভাপতি, মিজানুর রহমান স্বপন, সম্পাদক মন্ডলীর সদস্য, জাতীয় শ্রমিক লীগ, খিলগাঁও থানা। উক্ত শ্রমিক লীগের নেতা মোঃ বাবুল এর নেতৃত্বে মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইকবাল মিঝি, মিজানুর রহমান স্বপন খিলগাঁও থানাধীন জোড়পুকুর মাঠ হতে গোড়ান ৮ নং রোড, জোড়পুকুর হতে গোড়ান আদর্শবাগ, জোড়পুকুর হতে গোড়ান টেম্পুস্ট্যান্ড পর্যন্ত ৯০ হতে ১০০ টি সিএনজি হতে প্রতিদিন ৩৫০ টাকা হারে চাঁদা উত্তোলন করেন। উক্ত চাঁদা হতে খিলগাঁও থানা পুলিশকে প্রতি সপ্তাহে ১০,০০০ হাজার টাকা দিয়ে থাকেন।

গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে আরও জানা যায়, মোঃ মিজানুর রহমান হোসেন, সভাপতি, নূর মোহাম্মদ, সাধারন সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, খিলগাঁও থানা, সৌরভ রাসেল। মোঃ মিজানুর রহমান হোসেন এর নেতৃত্বে নূর মোহাম্মদ ও সৌরভ রাসেল সিপাহিবাগ টেম্পুস্ট্যান্ড হতে দৈনিক বাংলা এবং গোড়ান টেম্পুস্ট্যান্ড হতে দৈনিক বাংলা পর্যন্ত ৬০ টি থেকে ৭০ টি লেগুনা চলে। প্রতি লেগুনা হতে দৈনিক ৬০০ টাকা হারে চাঁদা উত্তোলন করে। উক্ত চাঁদা হতে খিলগাঁও থানা পুলিশকে সপ্তাহে ১০,০০০ হাজার টাকা দিয়ে থাকেন। বাকী টাকা তারা ভাগভাটোয়ারা করে নেন। উক্ত নূর মোহাম্মদ খিলগাঁও থানার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক, মারামারি, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

ইতিপূর্বে নূর মোহাম্মদের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন দিয়েছেন বলে জানান এই গোয়েন্দা সংস্থাটি। আরো আসছে পরবর্তী গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। আরো বিস্তারিত পরবর্তী সংখ্যায়…!


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।