TadantaChitra.Com | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনদিন কনস্যুলার সেবা সীমিত রাখবে থাই দূতাবাস

প্রকাশিত : এপ্রিল ০৪, ২০২১, ১৭:০৫

তিনদিন কনস্যুলার সেবা সীমিত রাখবে থাই দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশে অবস্থিত থাই দূতাবাস কনস্যুলার সেবা সীমিত করেছে। আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল কনস্যুলার সেবা সীমিতভাবে চালু রাখবে দূতাবাস।

রোববার (৪ এপ্রিল) ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে কনস্যুলার সেবা সীমিত করেছে দূতাবাস। শুধুমাত্র আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল কনস্যুলার সেবা সীমিতভাবে চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে ভিসা ও সার্টিফিকেট অব এন্ট্রির জন্য দূতাবাসের ওয়েবসাইটের কনস্যুলার সেবা বিভাগের ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, সোমবার থেকে সারাদেশে টানা এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞায় ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস আপাতত হোম অফিসে উৎসাহিত করছে। যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি এবং জাতিসংঘসহ এর অঙ্গসংগঠন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।