TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাকে গুজরাটিরা দখল করতে চায় : মমতা

প্রকাশিত : এপ্রিল ০৪, ২০২১, ১৭:১৫

বাংলাকে গুজরাটিরা দখল করতে চায় : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাকে গুজরাটিরা দখল করতে চায়। বাংলাকে বিহারের গুণ্ডাদের দিয়ে দখল করতে চায় বিজেপি। উত্তর প্রদেশের বহিরাগত গুণ্ডাদের দিয়ে দখল করতে চায়।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে রোববার হাওড়া জেলার আমতায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, ‘আমরা গুজরাটকে বাংলা চালাতে দেব না। বাংলা, বাংলাই থাকবে। গুজরাটে লোক না খেতে পেয়ে মারা যায়। কিন্তু একশ’ দিনের কাজে বাংলা এক নম্বর হয়। উত্তরপ্রদেশে নারীদের ওপর অত্যাচার হয়। কিন্তু বাংলায় মেয়েরা কন্যাশ্রী হয়।’

কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘তুমি জিতবে তাহলে সেন্ট্রাল পুলিশ নিয়ে লুকোচুরি খেলছো কেন? বাংলায় দৈনিক অফিসারদের চেঞ্জ করছ কেন? প্রত্যেক অফিসারকে চেঞ্জ করে দিয়ে নিজেদের পকেটের অফিসারদের নিয়ে আসছে। যাতে লুঠ করে নিতে পারে ভোট।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে তৃণমূলের এই নেত্রী বলেন, ‘মনে রাখবেন আসামে পুলিশ দিয়ে ভোট লুট করেছে। এখানে আপনারা তা করতে দেবেন না।’

তিনি বলেন, ‘হিন্দু-মুসলিম বিভাজন বিজেপির সৃষ্টি। আমাদের নয়। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন আমরা ভালো কাজ করি। আর বিজেপি ধর্মের নামে মিথ্যা কথা বলে। ওরা বলে হরে কৃষ্ণ হরি হরি, সবার পকেট চুরি করি।’

মমতা বলেন, ‘নিজের ভোট নিজে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে রাজনৈতিকভাবে কবর দিন। যাতে কোনোদিন আর বাংলার দিকে তাকাতে না পারে।’

বিজেপিকে কটাক্ষ করে মমতা ‘আগে সামলা বাংলা, তারপরে ভাবিস বাংলা। বাংলা তোরা পাবি না, কোনোদিনও পাবি না, জীবনেও পাবি না। বাংলা ছিল, বাংলা আছে, বাংলা এক থাকবে’ বলেও মন্তব্য করেন।

পার্সট্যুডে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।