১৫ রমজানে হরতাল পালনের হুঁশিয়ারি

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : দ্রুত হেফাজতের তাণ্ডব পরিচালনাকারীদের গ্রেফতার করা না হলে ১৫ রমজানে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাঈল হোসেন। সোমবার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক হলে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সারাদেশে হেফাজতের নাশকতায় অভিযুক্তদের গ্রেফতার করা না হলে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এই হরতাল কঠোরভাবে পালন করা হবে। রিকশা-সাইকেল কোনো কিছুই চলতে দেব না। এমনকি পুলিশের গাড়িও চলতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, যুগ্ম-মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন...