
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সই করা এক স্মারকে জানানো হয়, বার্ষিক অবকাশ চলবে ৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত হাইকোর্ট বিভাগে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।
অবকাশকালীন সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। এসবের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে।
