ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলে ৭ জন গ্রেফতার

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচরবৃত্তি করা একটি চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ। ইসরায়েলের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিল তারা। ইতোপূর্বে তারা তেহরানের জন্য শত শত কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার ইসরায়েলের মুখ্য গোয়েন্দা সংস্থা শিন বেট ও পুলিশ এই তথ্য জানিয়েছে। তারা বলছে, মোট সাত ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছে।

শিন বেট ও পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই সাতজন উত্তর ইসরায়েলের বাসিন্দা। কেউ কেউ থাকতেন হাইফা শহরে। তদন্তে জানা যায়, এ সাতজন ইসরায়েলি সামরিক ঘাঁটি, জ্বালানি ও বন্দর অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইরানের কাছে সরবরাহ করছিলেন।

ইসরায়েলি পুলিশ বলছে, গুপ্তচরের চক্রটি ইসরায়েলের নিরাপত্তায় বেশ বড় ধরণের হুমকি তৈরি করে রেখেছিল। তাদের কার্যকলাপ রাষ্ট্রের নিরাপত্তার লংঘনের শংকা তৈরি করছিল। তবে, এ বিষয় নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি তদন্তে দেখা গেছে, এই গোষ্ঠীটি দুই বছর ধরে ‘আলখান ও ওরখান’ নামে পরিচিত দুই ইরানি এজেন্টের নির্দেশে বিভিন্ন মিশন পরিচালনা করেছে। পুলিশ বলেছে, ‘নেটওয়ার্কের সদস্যরা জানতেন, তাদের দেওয়া গোয়েন্দা তথ্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র হামলায় সাহায্য করতে পারে।

নেটওয়ার্কটি সারা দেশে আইডিএফ ঘাঁটিতে ব্যাপক নজরদারি মিশন পরিচালনা করেছে, বিশেষ করে বিমানবাহিনী ও নৌবাহিনীর ঘাঁটি, বন্দর, আয়রন ডোম সিস্টেমের অবস্থান এবং হাদেরা বিদ্যুৎকেন্দ্রের মতো জ্বালানি অবকাঠামোতে। ঠিক কী পরিমাণ অর্থের বিনিময়ে তারা কাজ করেছেন, তা উল্লেখ করেনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হাজার হাজার ডলারের বিনিময়ে এই কাজ করেন তারা। আর তা নেওয়া হয়েছে হয়তো ক্রিপ্টোকারেন্সিতে।

এই বিশেষ অভিযানের সময় বেশকিছু সরঞ্জামও জব্দ করেছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। গুপ্তচরবৃত্তিতে সহায়তা করবে এমন কিছু সরঞ্জাম ইরান সরবরাহ করেছিল। সেগুলোও জব্দ করেছে তারা। গাজা যুদ্ধের শুরু থেকেও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলে হামলাকে কেন্দ্র করে ইরানের সাথেও বৈরি সম্পর্ক ইসরায়েলের।

সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর বড় বড় নেতাদের হত্যাকে কেন্দ্র করে সে শত্রুতা আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলে শত শত রকেট হামলা চালায় ইরান। এরই প্রতিশোধমূলক জবাবে ইরানে বড় ধরণের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন...

  • ইরান
  • ইসরায়েল
  • গুপ্তচরবৃত্তি