উত্তরা ব্যাংকের সামনে কর্মকর্তাদের বিক্ষোভ

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে উত্তরা ব্যাংকের সামনে উত্তেজনা দেখা দিয়েছে।

রোববার (১১ আগস্ট) এমডির পদত্যাগের দাবিতে উত্তরা ব্যাংকের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তারা।

ব্যাংকটির একজন কর্মকর্তা ক্ষোভ ঝাড়েন বিগত দিনের দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম নিয়ে। তিনি জানান, শত শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে বর্তমান এমডির বিরুদ্ধে।

এদিন উত্তরা ব্যাংক ছাড়াও এসআইবিএল এবং ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে আজ উত্তেজনা দেখা দেয়। সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহত হন আরও ৫ জন।

 

সংবাদটি শেয়ার করুন...

  • উত্তরা ব্যাংক
  • এমডির পদত্যাগের দাবি
  • কর্মকর্তাদের বিক্ষোভ