উদার অভ‍্যুদয় – নীগার সুলতানা ইয়াসমীন

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

বৃটিশ থেকে মুক্ত হয়ে
যুক্ত হলো পাকিস্তানে।
বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে
ত্রিশ লক্ষ শহীদের রক্তে
হাজারো মা বোনের বিনিময়ে
মুক্তি পেল একাত্তরে।
তলাবিহীন ঝুড়ি থেকে
বিশ্বের বিস্ময় হয়ে
লাল সবুজের পতাকার খুঁটি
দাঁড়িয়ে গেল সবার মাঝে শক্ত হয়ে।
তবু কেন বেদনায় আপ্লুত
সুবর্ণ জয়ন্তীর এইক্ষণে?
আনন্দের পালে ছেদন
খোকা নাই যে সাথে
তাকে ছাড়া বিজয়
পরিপূর্ণতা নাহি পায়
দীর্ঘশ্বাস লম্বা হয়
প্রথম ও শেষ বাংলাদেশ
যার হ্নদয় জুড়ে ছিল
সেও আছে কেবল স্মৃতিতে
হিল্লোল বহে যায় আপন গতিতে,
দক্ষিনের পবন দিগন্তের ফসল দুলায়।
ঋতুর পালাবদলে নেই অনিয়ম।
শোকে ভরে মন
রাগে জাগে প্রশ্ন
প্রকৃতির নিয়মে মৃত্যুকে
আলিঙ্গন করিতে পারিল
না কেন তারা?
দোসররা ছিল ছায়ার মতো
সময়ের আগে তাই ঝরে গেল।
করো ক্ষমা,বক্ষে চাপা কষ্ট
তোমাদের ছাড়া পালন
করছি বিজয় মোরা।
বাঙ্গালী বড়ই অভাগা
শোষণের বিদায়,নব সূর্য উদয়
তা কি হয়েছে?
৫০ এর রক্তিম ইতিহাসে এখনো
চাটার দলেরা খেয়ে যায়,
দুখীরা হাত বাড়িয়ে কেঁদে যায়,
কৃষকরা ন্যায্য হিসাবে পিছিয়ে রয়,
ধনী গরীবের ভেদাভেদ বেড়ে যায়,
নারী দলিত হায়ানাদের পদতলে
সুশাসন অন‍্যায়ের জালে ছটফট করে
তবুও আশায় বাঁধি বুক
একদিন সকল আঁধার
ভেদ করে উদার অভ‍্যুদয়
ঘটিবে সোনার বাংলায়
সকলে মিলে মিশে,ভেদাভেদ ভুলে
থাকিবে একে অপরের সাথে
গগনের মতো ছায়া হয়ে।

সংবাদটি শেয়ার করুন...