এক দিকে রাজকুমারের প্রশংসায় ভাসছে দর্শক অন্যদিকে ভারতে শাকিব খান

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

দেশে ঈদ উদযাপন শেষে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ‘তুফান’ সিনেমার শুটিং করতে ভারতে গেছেন শাকিব। আগামীকাল ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমার শুটিং চলবে টানা একমাস। ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত হচ্ছে সিনেমাটি।

একের পর এক অনবদ্য সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার বাদশা শাকিব খান। ঈদে ‘রাজকুমার’ মুক্তির পর ভীষণ সাড়া পড়েছে প্রেক্ষাগৃহে।

দেশে ঈদ উদযাপন শেষে ‘তুফান’ সিনেমার শুটিং করতে ভারতে গেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। জানা গেছে, রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে।

সেখানে সিনেমাটির শুটিং শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে টানা একমাস। এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের।

সিনেমাটির ঘোষণার দিন ঢাকাই সিনেমার ‘রাজকুমার’ বলেছিলেন, আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে ‘তুফান’ আমাদের সেই সুযোগ এনে দেবে। ‘

তুফান’-এর পরিচালনা করেছেন ‘সুরঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার ইচ্ছা তার। তাই শাকিবকে নিয়ে ঈদ উদযাপন শেষেই ভারতে উড়াল দিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন...