এবার গানে গানে প্রচারনায় “তেতুলিয়া সামাজিক সংঘ”

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

জেএম মমিন‍ঃ দেশে যখন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তখন জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম গঞ্জে, হাটে বাজারে সাধারণ মানুষদের সচেতন করতে নানান কৌশলে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে “তেতুলিয়া সামাজিক সংঘ” নামে একটি সামাজিক সংগঠন ৷

তারই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের স্থানীয় দরুন বাজার ও আশপাশের অলি গলিতে গানের মাধ্যমে সচেতনতা বাড়াতে প্রচার চালিয়েছে সংগঠনের সদস্যবৃন্ধ ৷

এসময় আহ্বায়ক সিয়াম মৃধা, যুগ্ম-আহ্বায়ক জিএম.শাওন, জেএম.মমিন, রাকিব, সম্ভুনাথ, সবুজ ডালী, কালাম খান, আলী আজগর, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য, করোনা ভাইরাসের শুরু থেকেই নানা ধরনের কার্যক্রম চালাচ্ছে তারা ৷ এছাড়া গোপনে রাতের আধাঁরে ছবি না তুলে এবং নাম প্রকাশ না করে গৃহবন্ধী মানুষের পাশে গিয়ে উপহার নিয়ে দাড়াচ্ছে ৷ তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল৷

সংবাদটি শেয়ার করুন...