এলাহী বক্স এর চাঁদাবাজিতে আতঙ্কে এলাকাবাসী পর্বঃ-২

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

চিত্র ডেস্কঃ তালা উপজেলার নগরঘাটার ভয়ঙ্কর চাঁদাবাজ এলাহী বক্স এর চাঁদাবাজিতে অাতঙ্কে এলাকাবাসী। এলাহী বক্স এর চাঁদাবাজির সীমা ছাড়িয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন আগে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের পিএ রুবেল হোসেন স্ত্রী নিয়ে তার মামার বাড়ি থেকে বাসায় ফেরার পথে তালার নগরঘাটা ইউনিয়নের কবিরাজ পাড়া নামক স্থানে ইজিবাইক আটকায় এলাহী বক্স। এর পর শুরু করেন মনগড়া বিভিন্ন কথা। এক পর্যায়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। সাথে থাকা তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। পরে পাটকেলঘাটা থানার তদন্ত ওসি মোঃ জেল্লাল হোসেনকে ফোন দেওয়ার পরে ছেড়ে দেন।

এলাহী বক্স এর বিরুদ্ধে অভিযোগের শেষ নেয়। দুর্ণীতি অপর নাম যেনো এলাহী বক্স। এমন কোন কাজ নেয় যা করেন না এলাহী বক্স।

এলাহী বক্স এর আরো একটি বড়ো দূর্ণীতির হলো সে বিভিন্ন সময় এলাকার নিরিহ অসহায় মানুষকে থানা পুলিশের মাধ্যমে অাটকিয়ে আদায় করেন মোটা অংকের অর্থ। এতোদিন ভয়ে মুখ খোলেনি এলাকাবাসী।

এই পর্বে এই পর্যন্ত থাকলো, পরের পর্বে এলাহী বক্সের অরো নতুন অপকর্ম নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।

সংবাদটি শেয়ার করুন...