
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুঠিপাড়া আব্দুল আজিজ এর স্কুল পড়ুয়া ছেলে ফরিদ (১৪) বৃহস্পতিবার নিজ বাড়িতে প্রতিবেশীর আড়াই বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে খোকসা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি জেনেই বখাটে ফরিদ (১৪) কে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।
থানায় ইজহারে মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুঠিপাড়া নজবাড়ীর পাশে আড়াই বছরের শিশুকন্যাকে অভিযুক্ত ফরিদের বাড়িতে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করছিল ফরিদ। শিশুটির মা ঘরে ফিরে দেখতে না পেয়ে প্রতিবেশীর বাড়িতে খুজতে যায়। ঘরের দরজা খুলেই শিশুটির মা দু’জন কেই বিবস্ত্র দেখতে পাই। বিষয়টি লোকলজ্জার ভয়ে প্রতিবেশী ও স্থানীয় কয়েকজনের কাছে বিষয়টি জানায়। এ বিষয়ে তারা কেউ কোনো কর্ণপাত না করলে শুক্রবার সন্ধ্যার একটু আগে শিশুটির বাবা থানায় এসে অভিযোগ করলে পুলিশ তা আমলে নেয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মেহেদী মাসুদ স্থানীয় সাংবাদিকদের জানান, শিশু নির্যাতনের অভিযোগে একটি এজাহার আমার কাছে আসে এবং আমি তাৎক্ষণিক মামলাটি গ্রহণ করি এবং অভিযুক্ত ফরিদ কে গ্রেফতার করতে সক্ষম হই। নারী নির্যাতন আইনের খসড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-১০, তারিখ ৩১/০৫/২০১৯।
