কোনাবাড়ী থানায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

আমির হোসেন রিয়েলঃ গাজীপুর কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে আমিনুর রহমান আপন (৩২) নামে এক মাদক কারবারীকে গ্রেপতার করেছে কোনাবাড়ী মেট্রোপলিটন থানা পুলিশ।
বুধবার (১৯ ই জুন) দুপুর সাড়ে ১২ টার সময় কোনাবাড়ী থানার এসআই জাহিদুর রহমান জাহিদ ও এএসআই  জসিম গোপন সংবাদের ভিত্তিতে আমবাগ এলাকা থেকে ২১ পিচ ইয়াবা ও এক গ্রাম হিরোইন সহ  তাকে গ্রেপ্তার করে।
আমিনুর রহমান আপন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পানিশাইল এলাকার মৃত তুরাব আলীর ছেলে এবং কোনাবাড়ী তুসুকা গার্মেন্টসের পিছনে লিয়াকত আলীর বাড়ীর ভাড়াটিয়া।
এসআই জাহিদুর রহমান জাহিদ জানান, আমিনুর রহমান আপনের বিরুদ্ধে  কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন...