করোনা ভাইরাসের দূ‌র্যোগ নির্মূল না হওয়া পর্যন্ত গরীব দূঃখী মানুষ‌দের পাসে থাকবো…তোফায়েল আহমেদ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

এইচ এম নাহিদঃ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ক‌রোনা ভাইরা‌সের দূ‌র্যোগ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা গরীব দূঃখী মানুষ‌দের সাহায্য ক‌রে তাদের পাসে থাকবো। করোনা’র বিপদকালীন সময়ে কর্মহীন দরিদ্র্যদের সাহায্য করতে ও ঘরে ঘরে খাদ্য সামগ্রি পৌঁছে দিবে তৃণমূল নেতারা। ০২ এ‌প্রিল বৃহস্প‌তিবার সকা‌লে উপ‌জেলা অ‌ডিটো‌রিয়া‌মে ত্রান সহায়তা বিতরনকা‌লে টে‌লিকনফা‌রে‌ন্সে তি‌নি একথা ব‌লেন।

তিনি সকলকে ঘরে থে‌কে প্র‌ত্যে‌কে প্র‌ত্যে‌কের সা‌থে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানান। তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে সাড়ে ৫ হাজার দরিদ্র্য পরিবারকে খাদ্য সামগ্রি দেয়া হয়। ইউনিয়ন নেতারা ওই সামগ্রী গ্রামে বয়ে নিয়ে তালিকা অনুযায়ী ঘরে পৌঁছে দে‌বেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, ভোলা জেলা প‌রিষদ চেয়ারম্যান আব্দুল ম‌মিন টুলু, সদর উপ‌জেলা চেয়াম্যান মোশা‌রেফ হো‌সেন সহ সদর উপ‌জেলার ১৩টি ইউ‌নিয়‌নের চেয়ারম্যান ও দলীয় নেতা কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন...