
খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির সদরের ভুয়াছড়ি ও মাটিরাংগার গোমতী ইউনিয়নে। এ সময় দুটি গবাদিপশু ও মারা যায়।
বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি এলাকার শ্রমিক রমজান আলী(৫২) নিজ বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাত হওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকতার মৃত্যু ঘোষনা করেন।
অপরদিকে জেলার মাটিরাংগা উপজেলার গোমতি ইউনিয়নের রত্নাটিলা গ্রামের নিজ জমিতে কৃষি কাজ করার সময় হঠাৎ বজ্রাঘাতে নিহত হন আদম আলী(৪০) নামের এক কৃষক।
গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, কৃষক আদম আলী নিজের জমিতে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে জ্ঞান হারালে তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
