গুইমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

খাগড়াছড়ি প্রতিনিধিঃ দেশের চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ওয়াদুদ ভূইয়ার পক্ষে গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে কর্মহীন অসহায় দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেশের চলমান প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনে থাকা কর্মহীন পরিবারদের রবিবার (১৭মে) বিকেল ৩.০০ টায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ। এসময় কর্মহীন অসহায় দরিদ্র দুশত পঁঞ্চাশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক মোঃ নবী হোসেন, সাংগঠনিক-সম্পাদক আলাউদ্দিন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সম্পাদক-সম্পাদক সালমান হোসেন, সেচ্ছাসেবক দল সভাপতি সুরেশ চন্দ্রদাস শ্রমিকদল সভাপতি জাহিদ হোসেন ও আগামির সভাপতি পদপ্রার্থী মোঃ পারভেজ হোসেন প্রমুখ।

অপরদিকে গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে গত বুধবার (১৩মে) গুইমারা উপজেলার সদর ইউনিয়ন,হাফছড়ি,সিন্দুকছড়ি এলাকায় ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন...